অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের ঘটনায় গ্রাম্য সালিশে মিমাংশা করা হয়েছে।
জানাযায়, উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ব্যক্তিরা দিনের যেকোন সময় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সকল প্রকার মাছ মরে যায় এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত মালিক, ছাইদুর রহমান ও গোলাম মোস্তফা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে তুলে ধরেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রামীণ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর সামাজিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মো:মাজেলু ইসলাম গ্রামের প্রধান প্রমানিক মো:আব্দুর গফুর, আব্দুল আজিজ,ছাইদুর রহমান,হাসান শাহরিয়া,নাজমুল হক ও আব্দুস ছাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
শালিশে এ ধরনের ন্যাক্কারজনক কাজ সমাজে বিভেদ সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
ক্ষতিগ্রস্ত পক্ষ জানায়, তারা এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে, তবে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এ ধরনের সামাজিক সালিশের মাধ্যমে সমস্যার সমাধানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং গ্রামীণ ঐক্য রক্ষায় সালিশের ভূমিকার প্রশংসা করেছেন।