বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুনিয়াউট ও নয়নপুর রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার বিরুদ্ধে অর্থ লেনদেন অভিযোগ। যশোরে পানি উন্নয়ন বোর্ডের পাউবো ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিনের বিরুদ্ধে ঠিকাদারী ও নিয়োগ বাণিজ্যের দুদকে অভিযোগ ভোলাহাট উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস তুহিনের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ। “পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ইমাম হোসেন আকাশ নামে এক ছিনতাইকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা যশোরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করার চেষ্টা: প্রতিপক্ষের টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর ও সাধারণ সম্পাদক শামীম আল্লাহ আমাকে কবুল করলে বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগের বিষয়টি সংসদে প্রথম উঠাবো ড.ইকবাল হোসাইন ভূঁইয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন,গ্রাম্য সালিশে মীমাংসা উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা, পাশে আমিনুল হক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধন,গ্রাম্য সালিশে মীমাংসা

অভিজিৎ কুমার দাস সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের ঘটনায় গ্রাম্য সালিশে মিমাংশা করা হয়েছে।

জানাযায়, উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের পূর্ব রামকৃষ্ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত ব্যক্তিরা দিনের যেকোন সময় ২টি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের  সকল প্রকার মাছ মরে যায় এবং প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত মালিক, ছাইদুর রহমান ও গোলাম মোস্তফা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে তুলে ধরেন। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি গ্রামীণ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শোনার পর সামাজিকভাবে বিষয়টির মীমাংসা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মো:মাজেলু ইসলাম গ্রামের প্রধান প্রমানিক মো:আব্দুর গফুর, আব্দুল আজিজ,ছাইদুর রহমান,হাসান শাহরিয়া,নাজমুল হক ও আব্দুস ছাত্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

শালিশে এ ধরনের ন্যাক্কারজনক কাজ সমাজে বিভেদ সৃষ্টি করে এবং শান্তি নষ্ট করে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।

ক্ষতিগ্রস্ত পক্ষ জানায়, তারা এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার স্বার্থে সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে, তবে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এ ধরনের সামাজিক সালিশের মাধ্যমে সমস্যার সমাধানকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং গ্রামীণ ঐক্য রক্ষায় সালিশের ভূমিকার প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা