বিশেষ প্রতিনিধি এস এম জসিম
গ্রেপ্তাররা হলেন- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের রওশন আওলিয়া পাড়ার আবদুর রহিমের ছেলে মো. কাউসার (২২), আল আমিনের স্ত্রী তাহমিনা (৩২) ও রাউজারে মুন্সিরগাটা বাজারের ২ নম্বর গলির মো. কাউসারের স্ত্রী রুজি প্রকাশ লিজা (২৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়- তারা এসব গাঁজা চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পৌঁছে দেওয়ার জন্য একটি ব্রিজের ওপর অবস্থান করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।