মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ওরফে মেহেদী (২৫) ও মো. সোহান (২৫), উজানচর রিফুজী পাড়ার আদিল (১৯), জগন্নাথপুর উত্তর পাড়া মো. রাসেল (৩৭) এবং মুরাদনগর উপজেলার রাজনগর উত্তর পাড়ার ফারুক মুন্সী (৩৪)।পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগম প্রকাশ মনুর বাড়িতে এক দল ডাকাত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র ও বন্দুকের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।ওই মামলার সূত্র ধরে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান বলেন, ‘ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ লুট হওয়া কিছু আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।