সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।
গাজীপুর টঙ্গীতে আইনশৃংখলা বাহিনীর
দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে কেরানীটেক বস্তির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে কেরানিরটেক বস্তি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
টঙ্গী কেরানি টেক বস্তিতে রুনা হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে টঙ্গীর অসংখ্য তরুণ-তরুণী মাদকের জালে জড়িয়ে পড়েছে, যা এলাকার সামাজিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, “রুনা টঙ্গী অঞ্চলের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।”
ওসি আরও নিশ্চিত করেন যে মাদকের বিরুদ্ধে টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।