বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

*লক্ষ্মীপুরে ৪ অক্টোবর থেকে টানা ৩ মাস মা ইলিশ ও ঝাটাকা নিধন রক্ষার টাস্ক ফোর্স কমিটির সভা*

রিপোর্ট হোসেন চৌধুরী :

২৯/০৯/২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুরে মৎস্য সম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
মা ইলিশ রক্ষা, ও ঝাটাকা নিধন বন্ধ এবং ইলিশ উৎপাদন বাড়াতে…..টাস্ককফোর্স কমিটির সভার আয়োজন করা হয়েছে। ……
সভাপতিত্ব করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট ও জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অনুষ্ঠানটি সঞ্চালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মেজবা উল ইসলাম, সভা পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রশাসক বলেন মা ইলিশ রক্ষায় সরকারি বিধি মোতাবেক যা প্রয়োজনীয় তাই করা হবে।এতে কোন সুপারিশ গ্রহন না করার জন্য সকল ভ্রাম্যমান আদালতকে নির্দেশ দেন। তিনি বলেন লক্ষ্মীপুরে মেঘনার ইলিশ সারা বিশ্বে জনপ্রিয় অনেক চাহিদা, এটি লক্ষ্মীপুরের সম্পদ, এই ইলিশের উৎপাদন বাড়াতে মা ইলিশ অবশ্যই রক্ষা করতে হবে। ৪ অক্টোবর থেকে নদীতে অভিযান পরিচালনা করার সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বরফ কল গুলো বন্ধ রাখতে হবে, জেলেদের খাদ্য সৈষ্য চাউল সঠিক নিয়মে বিতারন করা হবে, মোবাইল কোটের মাধ্যমে দুষ্ট মুনাফা চোরা চালানি, মাছশিকারিদের শাস্তির ব্যাবস্থা করা হবে। এতে সাংবাদিক, সহ, সকল সামাজিক ও নিরাপত্তা বাহিনীর সহোযোগিতায় এগিয়ে আসার আহবান করেন তিনি, মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লক্ষ্মীপুরে মেঘনা ইলিশের বাড়ি, এই ইলিশ শুধু লক্ষ্মীপুরের নয় এই ইলিশ সমগ্র বাংলাদেশের সম্পদ, এই ইলিশ আমাদের অহংকার, তাই মা ইলিশ বাঁচলে আমাদের ইলিশ এর প্রজোনোন বৃদ্ধি পাবে যতো বেশি ইলিশ ততোবেশি অর্থ, আমি মা ইলিশ রক্ষায় শুধু টাস্কপোর্স কমিটি নয়, সকল দপ্তরের সকল শ্রেনীর সংগঠন সহ জনসাধারণের ও সহায়ক সম্পৃক্ত হয়ে সহোযোগিতায় এগিয়ে আসার আহবান করছি। মা ইলিশ রক্ষার জন্য আমি আমার সকল উপজেলা কর্মকর্তা সহ রামগতি, লক্ষ্মীপুর সদর মজুচৌরির হাট, কমল নগর, রায়পুর, আলতাফ মাস্টার ঘাট, হাজিমারা মোল্লার হাট, সকল ঘাটে পাহারায় থাকবো। জেলেদের বিষয়ে সরকারী প্রদক্ষেপে সহোযোগিতায় থাকা হবে, এবার আর কোন চাড় নয়। মা ইলিশ, ঝাটকা নিধন, বন্ধ করার জন্য আমাদের আইনের শাসনকে আরো কঠোর করতে হবে। টাস্ক ফোর্স কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস জিবী কমিটি, বরফ কল কমিটি, কোষ্টগার্ড, জেলা পুলিশ, আনসার কমান্ডার ইউপি চেয়ারম্যান, মেম্বার, জেলে কমিটি, সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা