সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ সিংগারবিল ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

ব্রাহ্মণবাড়িয়া কসবা পুলিশ কতৃক-১৭০০ পিস ইয়াবা -০২ মাদক কারবারী গ্রেফতার।

সংবাদদাতা মোঃ রুবেলের ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কতৃক ১৭০০ পিস ইয়াবা-০২ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।আজ(০৭/০৯/২০২৫)সেপ্টেম্বর রবিবার বিকাল -১৫:২০ ঘটিকায় কসবা থানা পুলিশ একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালীন অএ থানাধীন ৫নং বিনাউটি ইউপিস্হ সৈয়াদাবাদ উত্তর পশ্চিম পাড়া হইতে ০২ মাদক কারবারীকে গ্রেফতার করে।এই সময় তাদের হেফাজতে -১৭০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জদ্ধ তালিকা মূলে জব্দ করা।সৈয়াদাবাদ উত্তর-পশ্চিম পাড়া এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছে।এ মাদক কারবারিদের জন্য আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। সৈয়াদাবাদ উত্তর পশ্চিম পাড়ার মান্যগণ্য মই মুরুব্বি ও এলাকাবাসী বলেন।আসামিগনদের দ্রুত এবং কঠিন শাস্ত্রের দাবি জানান।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
মো:ডালিম-(৪৮)
পিতা- মৃত কালাম মিয়া শিকারী
মাতা- মৃত নেহারা বেগম
সাং-ধরঘার পূর্বপাড়া
থানা- কসবা
জেলা – ব্রাহ্মণবাড়িয়া
২।হানিফ-(৪৬)
পিতা-মৃত মজনু মিয়া
মাতা -খোরশেদা বেগম
সাং আাহারন্দ
থানা – ব্রাহ্মণবাড়িয়া
জেলা -ব্রাহ্মণবাড়িয়া।
কসবা থানার ওসি বিষয়টি নিচ্ছিত করেন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা রুজ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা