সংবাদদাতা মোঃ রুবেল মিয়া
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া আসনের সীমানা পনবিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ভয়ানক পরিস্থিতি, আজ(৭/৯/২০২৫)-সেপ্টেম্বর রবিবার সকালে তারা এলাকাবাসী চান্দুরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ সময় ধরে রাস্তাঘাট যানজট সৃষ্টি করে।ব্রাহ্মণবাড়িয় ৩ আসন থেকে স্থানীয়রা জানান,হরসপুর চান্দুর বুধনত্তী বিজয়নগর উপজেলার ইউনিয়নকে বাদ দিলে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সঙ্গে চুক্তি করে তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।এরপরে থেকেই ভয়ানক রূপে স্থানীয়রা বিক্ষোভ করেছেন জনগণ।নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা গুরুপ ও এনসিপির নেতা,মো:আতাউল্লাহর উপস্থিত এর মাঝে এক ধরনের হাতাহাতি ঘটনা ঘটে।পরবর্তীতে গত(৪/৯/২০২৫)সেপ্টেম্বর হরসপুর ছাড়াও চান্দুরা বুধন্তি ইউনিয়নকে উপজেলা বাসিনির্বাচন কমিশন থেকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের গেজেট প্রকাশ করা হয়।এই খবর পেয়ে পেটে পড়েছে, বিজয়ীনগর এলাকাবাসি।স্বাধীনতার পর থেকে ১০ ইউনিয়নকে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়, এখনো চেষ্টা চলছে। বিজয়নগর উপজেলা কে দ্বিখন্ড করার মাধ্যমে এলাকাবাসীর উন্নীত বিহত করার ভীষণভাবে প্রায়তারা করা হচ্ছে।এমন এলাকাবাসী উপজেলার ঐক্যবদ্ধ বিজয়নগর ধিকণ্ডিত করার খুব প্রকাশ করেছে, দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া ৩-(সদর বিজয়নগর)আসনে বহাল রাখার দাবি জানানো হয়।বিজয়নগর এর সর্বদলীয় সংগ্রামী পরিষদের সভাপতি ইমাম হোসাইন বলেছেন। বিজয়নগর কে ছোট করার ষড়যন্ত্রের অংশ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত প্রশাসনিক অর্থনীতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে চান্দুরা বুদন্তি ইউরনের এলাকাবাসি,একই সঙ্গে উন্নয়ন থেকে বঞ্চিত হবেন এলাকাবাস, তিনি এই সিদ্ধান্ত বাতিল করে ইউনিয়ন দুটিকে ব্রাহ্মণবাড়িয়া ৩আসনে পূর্ণব্রহাল দাবি জানান এলাকাবাসী।এতে বিএনপি, জামায়াত ইসলামী এনসিপিও হেফাজত ইসলামবিভিন্ন রাজনৈতিক দল নেতাকর্মী ও নানা ধরনের পেশা মানুষ অংশগ্রহণ করেন।