আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার
নীলফামারী জলঢাকা মিরগঞ্জে বৈদিক শাস্ত্র অনুসারে সাক্ষাৎ পিতৃ দেব মাতৃদেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে
২৭সে( সেপ্টেম্বর) রোজ শনিবার পঞ্চমী তিথিতে আশ্বিন মাসের
১০ তারিখ ১৪৩২ বঙ্গাব্দ
তারিখ : (২৭ সেপ্টেম্বর) রোজ শনিবার অনুষ্ঠিত হয় সকাল ১০ টায় অধিবেশন শুরু হয়
প্রথম অধিবেশন শুরুতে, সভাপতি শিবেন্দ্রনাথ রায় সম্মানিত প্রধান উপদেষ্টা এড হক কমিটি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র মন্দিরের গীতার শিক্ষা বিদ্যালয় এর শিক্ষিকা প্রতিমারানী রায় ও দিপু চন্দ্র রায় সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেন এবং সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু হয় সকাল দশটায়
অত্র মীরগঞ্জ হাট সর্বজনীন শ্রী শ্রী হরি ও দুর্গা মন্দিরের সাবেক সভাপতি বাবু হিমাংশু কুমার রায়
বয়স :(৫৭) তাকে পুষ্প মাল্য অর্পণ করেন শ্রী শ্রী দীপু চন্দ্র রায় এবং প্রতিমা রানী রায় অত্র বিদ্যাপীঠের সহকারী শিক্ষক
আসন অলংকৃত করেন বাবু ভূপেন্দ্র নাথ অধিকারী অত্র বিদ্যাপীঠের সভাপতি এবং অত্র মন্দিরের সাবেক সভাপতি এবং প্রধান শিক্ষক শালটি তলা প্রাথমিক বিদ্যালয় এবং তাকে পুষ্প মাল্য অর্পণ করেন দিপু চন্দ্র রায় এবং প্রতিমা রানী রায় এবং রিপন চন্দ্র রায় তারপরে আসন অলংকৃত করেন শ্রী বাবু মহেশ চন্দ্র রায় সাবেক সদস্য উক্ত মন্দিরের এবং তাকে পুষ্প মাল্য অর্পণ করেন শ্রী প্রতিমা রানী রায় এবং মাধবী রানী রায় শিক্ষক সহকারী শিক্ষক রংপুর খটখটিয়া হাই স্কুল তাকে পুষ্প মাল্য অর্পণ করেন অত্র মন্দিরের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস এবং প্রধান শিক্ষক পাঠানপাড়া প্রাইমারি স্কুল মল্লিকা রানীকে পুষ্প অর্পণ করেন বাঁধন বিশ্বাস এবং অমিত রায় এবং আসন অলংকৃত করেন মীরগঞ্জ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষিকা শ্রাবণী শীল এবং হরেন্দ্রনাথ রায় পাঠানপাড়া প্রাইমারি সহকারী শিক্ষক যাকে পুষ্প মাল্য অর্পণ করেন অত্র গীতা শিক্ষা বিদ্যাপীঠের শিক্ষার্থী দেবাশীষ রায় এবং মন্দির ভিত্তিক গীতা শিক্ষা বিদ্যাপীঠের শিক্ষক শ্রী সুধান্য চন্দ্র রায় রঙ্গিয়া চরণ রায় এবং শ্রী মতিলাল রায়
সাবেক কমিটির সহ-সভাপতি সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষ সাংগঠনিক সম্পাদক কমিটির নেতৃবৃন্দ সহ সবাই উপস্থিত ছিল
অধিবেশন প্রথম শুরু হয়েছিল প্রণব উচ্চারণের সাহায্যে তারপরে
দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল প্রদীপ প্রজনন মাধ্যমে এখানে প্রদীপ প্রজ্জ্বলন নানা রকম করেছিল বাধন বিশ্বাস দেবাশীষ রায় এবং শ্রী অশিস চন্দ্র রায় তারপর গীতা পাঠ করেছিল শ্রী কনিকা রানী রায় এরপরে শপথ বাক্য পাঠ করেছিল শ্রী জয়া রানী রায় এখানে দলীয় নিত্য দিয়েছিল জয়া রানী, ঋতু রানী, শিখা রানী, কনিকা রানী, পড়শী রানী, কৌশিকি রানী আবার প্রদীপ প্রজ্জলন নিত্য পরিবেশন করেন জ্যোতিরানী রায়, কৌশিকি রায়, সহ অত্র বিদ্যাপীঠের কিছু শিক্ষার্থী । এখানে গুরু বন্দনা করেছিল রঙ্গিয়া চরণ রায়, তুলসী বন্দনা এবং গীতা বন্দনা করেছিল অত্র মন্দিরের সকল ভক্তবৃন্দ। এরপরে উক্ত কার্যক্রম মাতৃ পিতৃ পূজা অনুষ্ঠিত হয়েছিল।
আজানের ০১:৩০ মিনিট যাবত কার্যক্রম বন্ধু ছিল । তারপরে পিতা মাতার আশীর্বাদ দিয়েই উক্ত কার্যক্রমের সমাপ্তি ঘটে। এরপরে নামাজের জন্য উক্ত কার্যক্রম বন্ধ রেখেছিল দুপুর একটা পর্যন্ত সঞ্চালক বাবু বিশ্বনাথ রায় শিক্ষক, মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়। আবার উক্ত সংগীত পরিবেশনায় ছিল শালটি তোলা ছন্দ ছাড়া মিউজিক, যারা অতি সুষ্ঠুভাবে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেছিল এখানে পিতা সম্বন্ধে ধর্মীয় গান উপস্থাপন করেছিল অসীম চন্দ্র রায়,
আবার মা নিয়ে সংগীত দিয়েছিল জয়া রানী রায়, আবার কৃষ্ণ সম্বন্ধে সংগীত গেয়েছিল বাধন বিশ্বাস,
উক্ত পূজায় মেয়ে শিক্ষার্থী ছিল ৩১ জন এবং ছেলে শিক্ষার্থী ছিল ১৮ জন মেয়ে, শিক্ষার্থীদের পিতা-মাতা সহ উপস্থিত ছিল ৬২ জন এবং ছেলে শিক্ষার্থীর পিতা-মাতা ছিল ৩৬জন। উক্ত পিতা মাতার পূজা করনে শিক্ষার্থীদের পূজা নিয়ন্ত্রণ করেছিল ব্রাহ্মণ নির্মল ব্যানার্জি এবং পুরোহিত মিলন ব্যানার্জি।
হারমোনিয়ামে ছিলেন বিলাস চন্দ্র রায় রনচন্ডী স্কুল এন্ড কলেজ
উল্লেখ্য সরজমিনে ছিলেন আশীষ বিশ্বাস সিনিয়র স্টার রিপোর্টার মাতৃ জগত পত্রিকা অত্র মিরগঞ্জ হাট গিতা শিক্ষা বিদ্যাপীঠ এর শিক্ষক, শিক্ষিকার আমন্ত্রিত অতিথি ছাত্র এবং তিনি ওই বিদ্যালয়ের ছাত্র বাঁধন বিশ্বাসের পিতা
উক্ত বিদ্যালয়ে জলঢাকা থানার নীলফামারী জেলার মীরগঞ্জ ইউনিয়নের তিনজন কাঁঠালি থেকে মীরগঞ্জ থেকে তিনজন দেওয়ানীপাড়া থেকে একজন পশ্চিম কাটালি থেকে ৩০ জন ভীমের দাত থেকে সতেরো জন তালুক গুলা থেকে ৪০ জন সাধু বাজার থেকে ১০ জন খচিমাদা থেকে পাঁচজন চৌরঙ্গী থেকে পাঁচজন সালটি তলা থেকে ১০ জন নিস পাড়া থেকে ৪২ জন দিনাজপুর থেকে 43 জন শিক্ষার্থীর সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীর বাবা-মা এর সাথে কুশল বিনিময় করেন। তারা ব্যক্ত করেছেন যে উক্ত গীতা শিক্ষা কেন্দ্রটি সংগ্রামের শহিত সামনের দিকে এগিয়ে চলুক।
অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন বিশ্বনাথ রায় পন্ডিত শিক্ষক মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং উক্ত অনুষ্ঠানের পরিচালনা কমিটি। তত্ত্বাবধানে রিপন চন্দ্র রায় এবং দিপু চন্দ্র রায় অত্র মন্দিরের গীতা শিক্ষার সহকারী শিক্ষক সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য ও সভার সমাপ্তি ঘোষনা করেন
আশীষ বিশ্বাস
মোবাইল :০১৭৭২৮৮২৯৮৪