মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোটার;
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ ঘটিকায় বাহিরগোলা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আজ জনগণের প্রাণের দাবি হয়ে উঠেছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব নয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জামায়াত মনোনীত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মন্জু , শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারী এডভোকেট মোঃ আলমগীর হোসাইন পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ছামিউল ইসলাম,
বক্তারা আরও বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু জনগণ এখন আর ফাঁকা আশ্বাসে বিভ্রান্ত হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত এ মিছিলে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।