রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি মানুষের মন জয় করে রাজনীতি করে,,,,,এবিএম মোশারফ হোসেন মানবতার প্রতীক খান সেলিম রহমান: নির্যাতিত সাংবাদিক ও অসহায় মানুষের পাশে এক অনন্য নাম জাজিরায় সাবেক সেচ্ছাসেবক লীগ নেতা লিটন কবিরাজ গ্রেপ্তার অভিযোগের পাহাড়, শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা বিয়ের দুই মাসেই ডেঙ্গু কেড়ে নিলো তরুণ সাকিলের প্রান হৃদরোগে আক্রান্ত আবু কালাম — বাঁচতে চান সবার সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে ৭০ বছরের বৃদ্ধা আশঙ্কাজনক: বিচার দাবি স্বজনদের‘ ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন অভিযান: ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামান আনোয়ারের পরিদর্শন জিয়া পরিবারের ত্যাগ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য: এম কফিল উদ্দিন আহমেদ শ্রীপুরে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিতে শিক্ষক সমাবেশ । ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

নির্বাচনী আসন – ৮০ চুয়াডাঙ্গা- ০২ মাহমুদ হাসান খান বাবু সভাপতি চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি বিজিএমই (পোশাক শিল্প) উপ কোষাধ্যক্ষ বিএনপির নির্বাহী কমিটি ব্যবস্থাপনা পরিচালক ( রাইজিং ফ্যাশনস লিমিটেড)

এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ছোট্ট একটি জেলা চুয়াডাঙ্গা। এই জেলার জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ০২ টি।আসন নং ৭৯ চুয়াডাঙ্গা – ০১, আসন নং ৮০ চুয়াডাঙ্গা -০২। চুয়াডাঙ্গা-২ আসনটি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন, নেহালপুর, গড়াইটুপি ইউনিয়ন ও বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪,৬৬,১০২ পুরুষ ভোটার: ২,৩৪,৪০৪ নারী ভোটার: ২,৩১,৬৯৪ বেশিরভাগ ভোটার তরুণ। বাংলাদেশের রাজনীতিতে এই আসন বিএনপির শক্তিশালি ঘাঁটি হিসাবে পরিচিত। ১৯৯৬,১৯৯৬, ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোজাম্মেল হক এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান এই আসনের বিএনপি’র প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকলের কাছে ভালোবাসার একজন মানুষ। তিনি সাদা হাস্য উজ্জ্বল নির অহংকারী একজন মানুষ। তিনি চুয়াডাঙ্গাবাসীর বিপদের বন্ধু। মানুষ সুদিনে আসে কিন্তুু তিনি এসেছিলেন চুয়াডাঙ্গা বাসির দুর্দিনে আলোর পথিক হয়ে। যখন অগোছালো নেতৃত্বহীনতায় ভুগছিলো চুয়াডাঙ্গা জেলা বিএনপি,। আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে দিশেহারা যখন বিএনপির তৃণমূল। সেই সময় তিনি ধরেছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির হাল। তিনি এমন একজন ব্যক্তি ব্যবসায়িক শত ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন নেতাকর্মীদের। বিগত স্বৈরশাসক সরকারের মামলা গুলোতে শত ব্যস্ততার মাঝেও নেতা কর্মীদের সাথে উপস্থিত থাকতেন জজ কোর্ট হাইকোর্টে। চুয়াডাঙ্গা জেলার মসজিদ, মাদ্রাসা মন্দির, গির্জা তিনি করেছেন অর্থনৈতিক সহযোগিতা। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রাইজিং গ্রুপে চুয়াডাঙ্গা জেলার শিক্ষিত বেকারদের জন্য দল মত নির্বিশেষে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সন্তানের কাছে বয়স্ক বাবা-মা অবহেলার পাত্র হলেও তার কাছে হয়নি। তিনি করেছেন বয়স্ক মা- বাবাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা। আমাদের চুয়াডাঙ্গা বাসির গর্ব করা উচিত এমন একজন মানুষকে আমরা রাজনৈতিক নেতা হিসেবে পেয়েছি । আল্লাহ যা দিয়েছে তা দিয়ে তিনি রাজকীয় জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি জনগণের কাতারে এসেছেন কথা শুনেছেন, মানুষের দুঃখ কষ্ট দুর্দশার যতটুকু সম্ভব সমাধান করার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি নেতা না মানবিক নেতা। একবার ভাবুন তো যে মানুষটি আমাদের কে এত দিয়েছেন আমরা তাকে কি দিয়েছি। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি আমরা তাকে কিছুই দিতে পারেনি। কিন্তু এখন সময় এসেছে তাকে দেওয়ার জন্য যে দেওয়াতে তার থেকে আমাদের লাভ টাই বেশি হবে। চুয়াডাঙ্গা -০২ আসনের ভোটার সময় এসেছে তাদের মানবিক নেতা মাহমুদ হাসান খাঁন বাবু কে ধানের শীষে ভোট দিয়ে ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা