শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গলাচিপায় বিএনপি নেতা এ্যাড. খোকন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাসান মামুন কালীগঞ্জের জমি বিরোধকে কেন্দ্র করে বিজিবি সদস্যের পরিবার অবরুদ্ধ, চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি রংপুরে রক্তদান যুব ও সামাজিক সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিশকাত। ঝিনাইদহের কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান খেলাধুলায় প্রতিভা অন্বেষণে বিএনপির ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালুর পরিকল্পনা : আমিনুল হক ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব সমাবেশ অনুষ্ঠিত: বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা দুর্নীতির অপরাধে সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত-

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াবাগানের ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংলগ্ন ব্রীজের নিকটে বোয়ালীয়া বিলে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। পরে জব্দকৃত নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য লক্ষ্যাধিক টাকা। এ সময় কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ বলেন, চায়না দুয়ারী জাল মৎস্য সম্পদের জন্য হুমকি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবার চায়না দুয়ারী জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার। দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম বলেন, কিছু দুষ্কৃতকারী অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে জলজ জীব বৈচিত্যের জন্য মারাত্মক হুমকি মুখে ফেলছেন। তাই এই অঞ্চলের নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা