স্টাফ রিপোর্টার: মোঃ নেছার উদ্দিন (বরগুনা)
বরগুনার আমতলীতে জুবায়েদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে আমতলী সরকারি কলেজ গেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি।
বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে শতাধিক ছাত্রদল নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে “জুবায়েদের হত্যাকারীদের বিচার চাই”, “দোষীদের গ্রেফতার করো”, “ছাত্রদলের নেতা হত্যার বিচার চাই”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “নিরপরাধ জুবায়েদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” তারা আরও বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত না হলে সারা জেলায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সোহেল ইসলাম হেলাল, সদস্য সচিব মোঃ ইমরান খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ এনামুল হক সোহাগ, সদস্য সচিব জনি গাজী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন মিয়া, সদস্য সচিব রাহাত প্যাদা প্রমুখ।
বক্তারা আরও বলেন, “জুবায়েদ ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ ও শান্ত স্বভাবের কর্মী ছিলেন। তার হত্যাকাণ্ডে গোটা ছাত্রদল পরিবার শোকাহত ও ক্ষুব্ধ।”
পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ হয়।