সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে নগরীর পৌরবাজার এলাকার একটি সিনেমা হলের পেছনের গলিতে ফকিরাপুল এলাকার এক প্রফেসরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম মিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার আগে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
নিহত মিম মেধাবী শিক্ষার্থী হিসেবে কলেজে পরিচিত ছিলেন। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।