রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরজুমানুল কুরআন ইনস্টিটিউটের উদ্যোগে ‎অর্থসহ ৫০০ কপি কুরআন বিতরণ ঘোড়ার গাড়িতে ঝাঁকঝমক বিদায় — প্রিয় শিক্ষক আনিসুর রহমানকে ময়মনসিংহের অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে —হাসান মামুন জলঢাকায় ‘আটাশ অক্টোবর’ স্মরণে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চট্টগ্রামের রাউজান থানার নওয়াপাড়া এলাকায় র‍্যাব-৭ এর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত বিদেশী সিগারেট উদ্ধার; ০৩ চোরাচালানী গ্রেফতার: বগুড়া শেরপুর নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে ১,৫০,০০০/- (দেড় লক্ষ টাকা) জরিমানা… মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত–গলা বাঁধা শিশুর লাশ উদ্ধার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ০৪(চার) কেজি গাঁজা উদ্ধার; ০২ মাদক কারবারী গ্রেফতার: ধোবাউড়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

গলাচিপায় মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় মহা ষষ্ঠীর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি দেখা যায়, ভক্তিমুখর পরিবেশে চলছে দেবী দুর্গার আরাধনা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে প্রায় ১৮ থেকে ২০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গলাচিপা পৌরসভার কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির, পোদ্দার বাড়ি, দাস বাড়ি ও সাহা বাড়ি প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও ১৫ থেকে ১৬টি মণ্ডপে পূজা চলছে। মণ্ডপ কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রতিমা নির্মাণসহ যাবতীয় আয়োজন আগেই সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে প্রায় ১ লাখ ৪০ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সাজসজ্জা ও পূজার প্রস্তুতি নেওয়া হয়।পূজার সূচনার সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ বনিক বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা পূজার সব আয়োজন যত্নের সঙ্গে সম্পন্ন করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে আমরা আশা করছি জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হবে।” অন্যদিকে সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক মিলনমেলারও প্রতীক। এ উৎসবকে ঘিরে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।” আগামী কয়েকদিন ধরে চলবে পূজা অর্চনা, মহা নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নির্বিঘ্নে উৎসব পালনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা