বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদগঞ্জের সুবিদপুর ইউনিয়নের বাশারা গ্রামে গণসংযোগে জনতার ঢল ঝিনাইদহের কালীগঞ্জে দোকানের দেওয়াল ভেঙ্গে লাখ টাকার ব্যাটারি চুরি কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেত্রীর দূর্গাপুজার শুভেচ্ছা বিনিময় মুরাদনগরে মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি – আমিনুল হক গলাচিপায় বর্ণিল আয়োজনে দুর্গাপূজার মন্ডপে উপচে পড়া ভিড় বগুড়া শহরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ায় গাজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। নীলফামারীর জলঢাকায় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত বাবা

গলাচিপায় বর্ণিল আয়োজনে দুর্গাপূজার মন্ডপে উপচে পড়া ভিড়

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর গলাচিপায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। সনাতন বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা গজে আগমন করেছেন এবং দশমীতে দোলায় করে বিদায় নেবেন।

গতকাল মহাসপ্তমী পূজার মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। সকালে পূজার্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে। গলাচিপার প্রতিটি পূজা মণ্ডপেই ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সকল বয়সের মানুষ দেবীর আরাধনায় মেতে উঠেছেন।

আজ শুরু হয়েছে মহা অষ্টমী পূজা। ভক্তদের সাথে কথা বলে জানা যায়, তারা দেবী দুর্গার কাছে দুষ্টের দমন, সুষ্টের পালন, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন।

পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান জানান, “উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।”

গলাচিপা পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১৮ থেকে ২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই সাজসজ্জায় ভিন্নতা লক্ষ্য করা গেছে। কোথাও লাইটিং, কোথাও আবার ঐতিহ্যবাহী আলপনা ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। উৎসবমুখর পরিবেশে ভক্ত ও দর্শনার্থীরা পরিবার-পরিজন নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন।
আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে এ বছরের দুর্গাপূজার সব আনুষ্ঠানিকতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা