খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা আজ গভীর শোকে স্তব্ধ। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মো. মোকলেছুর রহমান খোকন আর নেই। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রয়াত খোকন সাহেবের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সহকর্মী রেখে গেছেন। তাঁর হঠাৎ মৃত্যুতে গলাচিপার রাজনীতি, আইনজীবী সমাজ ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে গলাচিপা বিএনপির রাজনীতিতে সততা, আদর্শ ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। দলের সংকট কিংবা আন্দোলনের সময় খোকন ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া সাহসী এক সৈনিক। গলাচিপার আদালত অঙ্গনেও তিনি ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে সুপরিচিত।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান বলেন, “খোকন ভাই ছিলেন গলাচিপা বিএনপির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর মৃত্যুতে আমরা শুধু একজন নেতা নয়, একজন অভিভাবককে হারালাম। রাজনৈতিক অঙ্গনের এই শুন্যতা পূরণ করা সম্ভব নয়।”
রাজনৈতিক সহকর্মী, আইনজীবী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা জানাচ্ছেন—মো. মোকলেছুর রহমান খোকনের মৃত্যু গলাচিপার জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অনুপস্থিতিতে গলাচিপার রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নিঃশব্দ শূন্যতা।
আজ গলাচিপার প্রতিটি মুখে একটাই বেদনার কথা— “খোকন ভাই আর নেই।” গলাচিপা হারাল এক নীতিবান, সৎ ও প্রিয় মানুষকে।