স্টাফ রিপোর্টার :রাজু সাধু
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশের নিয়মিত টহলের সময় এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১১ টায় উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির এটিএসআই শাহিনুর রহমান ও পুলিশ সদস্য মোঃ জুয়েল রানা দুর্গাপূজা উপলক্ষে টহলের সময় কপিলমুনি ইউপির উত্তর নাজিরপুর গ্রামের রশিদ ফকিরের ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল ফকির (২০) কে ৪৭ পিচ ইয়াবাসহ আটক করে।
এলাকাবাসী জানায়, উত্তর নাজিরপুরের মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠেছে যুব সমাজ। কপিলমুনি পুলিশ ফাঁড়ির এটিএসআই শাহিনুর রহমান মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় আমরা খুশি।
এটিএসআই শাহিনুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। তার ই অংশ হিসেবে সন্দেহজনক ঘুরা ঘুরির সময় ফয়সাল ফকিরকে তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে লুকিয়ে রাখা ৪৭ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
ইয়াবা ৪৭পিচ।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজগর হোসেন জানান, আটককৃতকে থানায় পাঠানো হয়েছে।