মোঃ ইদু খান স্টাফ রিপোর্টার:
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে ঘরে ঘরে এসব লিফলেট ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়।
নেত্রকোনা (৪) মদন মোহনগঞ্জ খালিয়াজুরী আসনের সাবেক বিএনপির এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এলাকার সর্বসাধারণ মানুষের কাছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয় বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।