মোঃ গুলজার রহমান ক্রাইম রিপোর্টার বগুড়া
করতোয়া নদীতে গোসলে নেমে তিনজন নিখোঁজ হলেও দুইজনকে উদ্ধার করা হয়েছে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি
যানা যায় গতকাল ১১/১০/২০২৫ ইং তারিখে শুনিবার সকাল ১০টার সময় বগুড়া শেরপুরে গাড়িদহ ইউনিয়নে করতোয়া নদীতে গোসল করতে নেমে তিন জনের মধ্যে দুইজনকে উদ্ধার করা হলেও হৃদয় নামক একজন কে আর উদ্ধার সম্ভব করা হয় না।
এরপর থেকে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করেছিল,তার সাথে ডুবুরিরা গতকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে নিখোঁজ ছেলে কে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে।
আজকের আবারও পানিতে নিখোঁজ ছেলে কে খোঁজার জন্য অভিযান চালাতে থাকে, আজকে ৩২ ঘন্টার পর নিখোঁজের সন্ধান পাওয়া যায় ঐ এই স্থানে তাকে পাওয়া যায় ।
নিহতের পরিবারের ও স্বজনদের আহাজারি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।