সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব খান সেলিম রহমানের সম্মানে ভোলায় প্রীতি আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ‎মুক্তাগাছার কালিবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। কাশিমপুরে সাধু সন্ন্যাসীর বিরুদ্ধে আল্লাহকে কটুক্তি করায় আগামীকাল মামলা দায়েরের প্রস্তুতি ও গণজমায়েত। ময়মনসিংহ মেডিক্যালে তীব্র উত্তেজনা সেবার মান নিয়ে প্রশ্ন তুলতেই ডিজির সঙ্গে চিকিৎসকের প্রকাশ্য সংঘর্ষ আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড এ্যামিউজমেন্ট পার্কের উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত শম্ভুগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা,দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগে মানুষের ঢল কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আখাউড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত নওগাঁ-২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানের বিশাল মোটরসাইকেল শোডাউন নলডাঙ্গার মাধনগরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। জামালপুরে সাংবাদিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কালীগঞ্জে বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লীর সমবেত দোয়া শুধু বিএনপির নয় বেগম জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী- সাইফুল ইসলাম ফিরোজ লোহাগাড়ায় যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে সড়ক। সন্ত্রাসীরা‎ দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছে মির্জাপুরের প্রবাসী ব্যাবসায়ী আমিনুল ইসলামকে সচ্ছলতার স্বপ্ন অধরাই,দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন শান্তিগঞ্জের শিপন মিয়া সোনারগাঁও সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন সফল প্রোগ্রাম অনুষ্ঠিত। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুরের ভোলায় দাফন সম্পূর্ণ হয়েছে। আখাউড়া মুক্ত দিবসে দুই দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি: স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল এর অর্থায়নে ১ কিলোমিটার রাস্তা সংস্কার

সোনারগাঁ প্রতিনিধি, মুহাঃ সানাউল্লাহ বেপারী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত অলিপুরা থেকে কেওডালা সড়কের সংস্কার করেছেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। সরকারি কোনো সহায়তা ছাড়াই নিজস্ব অর্থায়নে প্রায় ১ কিলোমিটার রাস্তা সংস্কার করেছেন তিনি। এর ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোনারগাঁ উপজেলার অলিপুরা থেকে কেওডালা ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচলের প্রধান মাধ্যম। তবে দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল।

জানা যায়, এই রাস্তাটির সঙ্গে সংযুক্ত রয়েছে বারদি আশ্রম। এছাড়া এই পথে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও একটি হাসপাতাল। ফলে প্রতিদিন প্রায় ৪০ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেও রাস্তাটির সংস্কার হয়নি। বর্ষাকালে পুরো রাস্তায় কাদা ও গর্তে ভর্তি থাকায় চলাচল ছিল চরম কষ্টসাধ্য।

এই পরিস্থিতিতে এগিয়ে আসেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজালাল। এতে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষার্থী, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংস্কারকাজে ইট, খোয়া, বালু ও মাটি ভরাট করে সড়কটিকে চলাচলের উপযোগী করে তোলা হয়। পুরো কাজটি করা হয় ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল এর নিজস্ব অর্থায়নে।

সংস্কার কাজের উদ্বোধন শেষে ছাত্রদল নেতা মোহাম্মদ শাহজালাল বলেন,
“জনগণের দুর্ভোগ দেখে আমরা চুপ থাকতে পারিনি। সরকার যদি কাজ না করে, আমরা তরুণরাই দায়িত্ব নেব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও বলেন,
“এই সড়কটি শুধু চলাচলের রাস্তাই নয়, শিক্ষার্থী, রোগী, পর্যটকদের নিরাপদ যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা চাই মানুষের বাস্তব সমস্যার পাশে থাকতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা