মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ এর,ভালুকায়, মা সহ দুই শিশু কে গলা কেটে হত্যা সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন গাজীপুরের শ্রীপুরে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে পিক-আপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই সুন্দরগঞ্জে কৃষি কংগ্রেসে প্রযুক্তি ব্যবহার ও উদ্যোক্তা গঠনের ওপর গুরুত্বারোপ চিলতলা বাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ক্ষতি গৃহস্তদের পাসে দাড়িয়েছে চিলতলা সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবঃ- সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা। মিঠফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মনপুরায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালপুরে জেলা ফারিয়ার সাংগঠনিক সফর উদ্বোধন 

‎রাজশাহী দুর্গাপুরে শুরু হয়েছে পুকুর খননের হিড়িক ‎

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর দুর্গাপুর উপজেলা জুড়ে শুরু হয়েছে কৃষি জমিতে অবাধে পুকুর খননের হিড়িক। কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না। নাম মাত্র কিছু অভিযান চালালেও প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

‎অপরদিকে, ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার পর মাটি পরিবহনের জন্য উপজেলার কাঁচা ও পাকা সড়ক ব্যবহার করা হচ্ছে। মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করার কারণে উপজেলার বিভিন্ন রাস্তায় মাটি পড়ে অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কগুলো। অসাধু ব্যক্তিদের জন্য সড়কগুলো নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।

‎অভিযোগ উঠেছে, বিএনপির প্রভাবশালী নেতারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলা জুড়ে দিন-রাত সমানতালে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে। পুকুর খননের ফলে এ উপজেলায় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ।

‎এদিকে, পুকুর খনন রোধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তবে স্থানীয় প্রশাসনের দাবি-পুকুর খননের খবর পেলে সঙ্গে সঙ্গে নেয়া হচ্ছে ব্যবস্থা।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভেকু দালাল গুলো পুকুর সংস্কারের নামে কাঁচা পাকা রাস্তা গুলোর বারোটা বাজাচ্ছে। গ্রামীন মানুষের চলাচলের ওই রাস্তাগুলো গত অর্থবছরে পাকাকরণ করা হয়েছে। সরকারের কোটি টাকা ব্যায়ের রাস্তাগুলো এখন মাটি বহনকারি দালালদের নিয়ন্ত্রণে সেখানে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা সৃষ্টি জনদুর্ভোগ।
‎এছাড়া দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে চলছে অবৈধ ভাবে পকুর খননের কাজ এর মধ্যে মাড়িয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে ৬ বিঘা ও চৌবাড়িয়া গ্রামে ২০ বিঘা, দেলুয়াবাড়ী ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে ৬ বিঘা, আমগ্রাম জাগিরপাড়া ৮ বিঘা ও পালশা গ্রামে ৫ বিঘা, জয়নগর ইউনিয়নে পুরাতন ৫ বিঘা ও নারিকেলবাড়িয়া ৭০ বিঘা,  কিসমতগনকৈড় ইউনিয়নে ১৫০ বিঘা, গোপালপাড়া ৩০ বিঘা ও উজালখলসী বাদইল বিলে ৩০ বিঘা, ঝালুকা ইউনিয়নের কাঠাঁলবাড়ীয়া গ্রামে ৬ বিঘা, এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে অবৈধ ভাবে পুকুর খননের কাজ।

‎এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী জানান, ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে নতুন পুকুর খননের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎এ বিষয়ে জানতে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনকে তার অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা