সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংধনু থিয়েটারের দর্শকনন্দিত নাটক ‘খলনায়ক’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে বালু উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মিরপুর বিআরটিএ আনসারের পৃথক অভিযানে ৫ জন দালাল আটক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতারা বিএনপিকে দায় দিচ্ছে – ছাত্রদল ভোলা মনপুরায় হাজির হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন গাজীপুরে ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলন: ৩০৯৫ পরিবারকে জমি প্রদানের হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবি সাফল্যগাথা XFortune Tours & Travels ৬ বছরে যাত্রা পথে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা গৃহায়নে অসংখ্য প্লট বেদখল; যা সরকারি রাজস্ব হারানোর সম্ভাবনাই বেশি? বামনায় যুবদল নেতার চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ: সিসিটিভিতে শনাক্ত

‎রাজশাহী দুর্গাপুরে শুরু হয়েছে পুকুর খননের হিড়িক ‎

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
‎সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর দুর্গাপুর উপজেলা জুড়ে শুরু হয়েছে কৃষি জমিতে অবাধে পুকুর খননের হিড়িক। কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের ধ্বংসযজ্ঞ চললেও প্রশাসন যেন কিছুই দেখছে না। নাম মাত্র কিছু অভিযান চালালেও প্রভাবশালীরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

‎অপরদিকে, ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার পর মাটি পরিবহনের জন্য উপজেলার কাঁচা ও পাকা সড়ক ব্যবহার করা হচ্ছে। মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করার কারণে উপজেলার বিভিন্ন রাস্তায় মাটি পড়ে অন্যান্য যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কগুলো। অসাধু ব্যক্তিদের জন্য সড়কগুলো নষ্ট হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে।

‎অভিযোগ উঠেছে, বিএনপির প্রভাবশালী নেতারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে উপজেলা জুড়ে দিন-রাত সমানতালে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে। পুকুর খননের ফলে এ উপজেলায় আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ।

‎এদিকে, পুকুর খনন রোধে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। তবে স্থানীয় প্রশাসনের দাবি-পুকুর খননের খবর পেলে সঙ্গে সঙ্গে নেয়া হচ্ছে ব্যবস্থা।

‎সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ভেকু দালাল গুলো পুকুর সংস্কারের নামে কাঁচা পাকা রাস্তা গুলোর বারোটা বাজাচ্ছে। গ্রামীন মানুষের চলাচলের ওই রাস্তাগুলো গত অর্থবছরে পাকাকরণ করা হয়েছে। সরকারের কোটি টাকা ব্যায়ের রাস্তাগুলো এখন মাটি বহনকারি দালালদের নিয়ন্ত্রণে সেখানে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা সৃষ্টি জনদুর্ভোগ।
‎এছাড়া দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে চলছে অবৈধ ভাবে পকুর খননের কাজ এর মধ্যে মাড়িয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামে ৬ বিঘা ও চৌবাড়িয়া গ্রামে ২০ বিঘা, দেলুয়াবাড়ী ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামে ৬ বিঘা, আমগ্রাম জাগিরপাড়া ৮ বিঘা ও পালশা গ্রামে ৫ বিঘা, জয়নগর ইউনিয়নে পুরাতন ৫ বিঘা ও নারিকেলবাড়িয়া ৭০ বিঘা,  কিসমতগনকৈড় ইউনিয়নে ১৫০ বিঘা, গোপালপাড়া ৩০ বিঘা ও উজালখলসী বাদইল বিলে ৩০ বিঘা, ঝালুকা ইউনিয়নের কাঠাঁলবাড়ীয়া গ্রামে ৬ বিঘা, এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে অবৈধ ভাবে পুকুর খননের কাজ।

‎এ বিষয়ে দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী জানান, ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে নতুন পুকুর খননের বিরুদ্ধে প্রতিনিয়ত আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়াও পুকুর খননের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎এ বিষয়ে জানতে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনকে তার অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা