বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক ধামরাইয়ে প্রতারণার নাটক: পাঁচ স্বামী পেরিয়ে ষষ্ঠ স্বামীকেও সর্বস্বান্ত করলেন ‘চতুর নারী’ আমেনা বেগম! জলঢাকায় জামায়াতের স্মরণকালের বৃহত্তম মোটর সাইকেল শোভাযাত্রা। আটঘরিয়ার শিক্ষকের বেত্রাঘাত সহ্য করতে না পেরে বিষপানে শিক্ষার্থীর আত্নহত্যা,বিচারের দাবিতে মানববন্ধন গাজীপুরের শ্রীপুরের বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার খুলনায় দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

ময়মনসিংহ মেডিকেলে অপারেশনের সময় রোগীকে চড় — ওটি বয়ের বিরুদ্ধে অভিযোগ

মোঃ বাবুল ময়মনসিংহ ব্যুরো প্রধান

 

সন্তানের মুখে চড়ের দাগ, আর আমার বুকজুড়ে জ্বলছে ক্ষোভ — ভুক্তভোগী মায়ের কান্নাজড়িত অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও মানবতাবিরোধী ঘটনা। অস্ত্রোপচারের সময় এক রোগীকে চড় মারার অভিযোগ উঠেছে এক ওটি বয়–এর বিরুদ্ধে।
এই ঘটনায় ক্ষুব্ধ রোগীর মা মোছাঃ রোজিনা বেগম হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে অভিযোগের পরও এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া বা পদক্ষেপ মেলেনি।

হাসপাতালের ওটি রুমে অমানবিক আচরণ রোজিনা বেগম জানান, তার ছেলে মোঃ ফজলে রাব্বী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে তাকে ওটি-তে নেওয়া হয়।

অপারেশনের প্রস্তুতির সময় ওটি বয় হাবিব নামের এক কর্মচারী তার হাতে একটি অস্পষ্ট স্লিপ দিয়ে বলেন কিছু সার্জিক্যাল সুতা আনতে হবে।

আমি চারটি সুতা এনে দিলে তিনি রূঢ়ভাবে বলেন, ‘আপনার ছেলে এখন কার হাতে জানেন — এমন ভয় দেখিয়ে আমাকে আরও চারটি সুতা আনতে বাধ্য করেন,
বলেন রোজিনা বেগম।

 

চড় মেরে অপমান — অপারেশন টেবিলেই রোগীর ওপর নির্যাতন

অস্ত্রোপচারের পর ফজলে রাব্বী জানান, ওটি’র ভেতরে এক ওটি বয় তাকে চড় মেরেছে।
রোগীর বর্ণনা শুনে তার মা বুঝতে পারেন— সেই ব্যক্তি আগেই তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

আমি একজন অসহায় মা। আমার সন্তানের গায়ে হাত তোলা হয়েছে— এটা মেনে নেওয়া যায় না ,
বলেন তিনি কণ্ঠ ভারী করে।
আমি সুষ্ঠু তদন্ত ও দোষী ওটি বয়ের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।

হাসপাতাল কর্তৃপক্ষ নীরব — ভুক্তভোগীর আহাজারি অব্যাহত

অভিযোগ দায়েরের পরও হাসপাতাল পরিচালকের অফিস থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রোজিনা বেগম বলেন,

আমি বহুবার অফিসে গিয়েছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। বরং সবাই চুপ আছে। আমি এখন বুঝতে পারছি, গরিবের বিচার এখানে হয় না।

সচেতন মহলের ক্ষোভ — ওটি’র মতো জায়গায় এমন আচরণ অনভিপ্রেত

ময়মনসিংহের সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলো বলছে, ওটি’র মতো স্পর্শকাতর ও সংবেদনশীল স্থানে এ ধরনের আচরণ অপেশাদার, অনৈতিক ও নিন্দনীয়।
চিকিৎসা মানের উন্নতির দাবি জানিয়ে তারা বলছেন,

রোগীর সঙ্গে এমন আচরণ শুধু হাসপাতালের ভাবমূর্তিই নষ্ট করে না, বরং চিকিৎসা ব্যবস্থার ওপর জনগণের আস্থা ধ্বংস করে দেয়।

 

দ্রুত ব্যবস্থা না নিলে প্রশ্ন উঠবে রোগীর নিরাপত্তা নিয়ে

স্বাস্থ্যসেবার মান ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন,

অপারেশন থিয়েটারের মতো জায়গায় রোগীর নিরাপত্তা নিশ্চিত করা প্রথম দায়িত্ব। এখানে যদি এমন ঘটতে পারে, তবে দেশের সাধারণ রোগী কীভাবে নিরাপদ থাকবে

একটি অসহায় মায়ের আর্তনাদ রোজিনা বেগম এখনো আশা করছেন— কোনো একদিন তার অভিযোগের ন্যায্য বিচার হবে।

আমি টাকা চাই না, ক্ষমা চাই না। শুধু চাই, যেন আর কোনো মা তার সন্তানের মুখে চড়ের দাগ না দেখে,
বললেন তিনি চোখের জল মুছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় রোগীকে চড় মারার অভিযোগে ওটি বয় হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর মা। কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহল বলছে— দ্রুত ব্যবস্থা না নিলে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা