আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরচাই গ্রামে আওয়ামী লীগ সমর্থিত কিছু প্রভাবশালী ব্যক্তির হুমকির শিকার হয়েছেন বিএনপি সমর্থিত এক কর্মী।
ভুক্তভোগী বিএনপি কর্মীর পরিবার জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কারণে আওয়ামী লীগপন্থী ব্যক্তিরা তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা রকম হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। সম্প্রতি স্থানীয় বাজারে তাকে প্রকাশ্যে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এভাবে বিএনপি কর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করা হচ্ছে।