মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নি*হ*ত শিশু সাইম শহরের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুল ইসলাম আসিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র্যাকের উপর রেখে দেয়। শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মা*রা*ত্ম*ক জ*খ*ম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃ*ত ঘোষনা করে। ঘা*ড়ে*র র*গ কে*টে যাওয়ায় অতিরিক্ত র*ক্ত*ক্ষ*র*নে শিশুটির মৃ*ত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, সকালে ছেলের চিপস, চকলেট, জুসসহ বেশ কিছু খাবার কিনে দিয়ে আমার প্রতিষ্ঠানে চলে আসি। দুপুরে আমার স্ত্রী আমার ফোনে ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো আমার সাইম আর হয়তো বেঁ*চে নেই। শুনে আমি বাক*রু*দ্ধ হয়ে পড়ি এবং দ্রুত হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারের কছে জানতে চাইলে প্রথমে আমাকে কিছুই বলেনা। কিছু সময় পর ডাক্তার জানান আপনার সন্তানকে আমরা বাঁ*চা*তে পারলামনা। তিনি বাক*রূ*দ্ধ কন্ঠে বলেন আমি আমার সাইমের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চাই। এছাড়া আপনাদের কাছে কিছু চাইনা।