শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই প্রাইভেটকার থেকে প্রায় ১বব লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

চৌগাছায় জোর করে ধর্মান্তরের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

যশোরের চৌগাছায় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

জানা যায়, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের আজানুর রহমান ওরফে আজু এবং তার স্ত্রী নাছিমা বেগম প্রতারণার মাধ্যমে গ্রামের কয়েকজন কিশোরকে ঢাকায় নিয়ে যায়। গত ১৮ অক্টোবর সকালে পিকনিকে যাওয়ার কথা বলে তারা প্রায় ১০ জন কিশোরকে গাজীপুরের ভাদুন ও আশপাশের এলাকায় নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, সেখানে নিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি খ্রিস্টান ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হয়। প্রোগ্রাম শেষে ১৯ অক্টোবর রাতে তারা বাড়িতে ফিরে আসে। বিষয়টি প্রথমে জানতে পারেন নওদাপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম। তিনি কিশোরদের বক্তব্য ভিডিও করে ফেসবুকে আপলোড করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি চৌগাছা বার্তা ও মেজবাহ উদ্দিন যশোরী নামের দুটি পেজে প্রকাশের পর থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মেজবাহ উদ্দিন বলেন, “ভিডিওটি দেখে আমি রিপোস্ট করি। সেখানে দেখা যায়, চৌগাছার কয়েকজন তরুণকে গাজীপুরে নিয়ে গিয়ে পুকুরে ডুব দিয়ে পবিত্র করার নাম করে খ্রিস্টান ধর্মে রূপান্তরের চেষ্টা করা হয়। এটি ধর্মীয় ষড়যন্ত্রের অংশ। ইসলামের শত্রুদের এই চক্রান্তের বিরুদ্ধে আলেম সমাজ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খ্রিস্টান সংগঠনের মিটিং এর ১০০ জনের একটি তালিকায় চৌগাছার বাবলুর রহমানের নাম প্রথমে রয়েছে।

অন্য একটি সূত্র জানায়, প্রায় এক যুগ ধরে চৌগাছা শহরের যশোর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘নিউ সিংহঝুলী সাইকেল স্টোর’-এর উপরের তলায় দীপ্ত সমাজকল্যাণ সংস্থা নামে একটি অফিস পরিচালিত হচ্ছে, যেখানে অভিযুক্তদের নিয়মিত যাতায়াত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে কালিমা পাঠ করিয়ে নতুন করে বিবাহ পড়ানোর একটি ভিডিওও ভাইরাল হয়।

সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর রবিবার সকালে আশপাশের আলেমরা আজু ও তার স্ত্রীকে শরিয়ত মোতাবেক পুনরায় বিবাহ পড়ান এবং কালিমা পাঠ করান।”

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা