খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ ধরা বন্ধে ব্যাপক সচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টায় গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া শ্লুইজ বাজারে স্থানীয় জেলেসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এবং আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, মৎস্যজীবী দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সভাপতিত্ব করেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা।
সমাবেশে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বিদেশে ইলিশ রপ্তানির মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে অনেক লাভবান হচ্ছে। অবরোধকালীন সময় জুড়ে বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের অভিযানে সহযোগিতা করছেন, এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “অবরোধ শেষ হতে আর মাত্র ১২ দিন বাকি। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান অতিথি মো. সিদ্দিকুর রহমান বলেন, “প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অন্যায়। কদিন পরেই আমরা নিজেরাই এর সুফল পাবো। গলাচিপা-দশমিনা সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হাসান মামুনের নির্দেশে আমরা ইতোমধ্যে ১২টি ইউনিয়নে ৪৮টি পাহারাদার টিম গঠন করেছি। এই টিমগুলো দিনরাত কাজ করছে যাতে কোনো অসাধু ব্যক্তি সরকারের নির্দেশ অমান্য করে ইলিশ ধরতে না পারে। প্রশাসনের পাশাপাশি বিএনপিও এই উদ্যোগে সম্পূর্ণ সহযোগিতা করবে।”
সমাবেশ শেষে “মা ইলিশ বাঁচাও, দেশ বাঁচাও”—এমন স্লোগানে শ্লুইজ বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় জেলেরা জানান, সচেতনতার এই উদ্যোগে তারা সন্তুষ্ট এবং ভবিষ্যতেও মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন।