বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
২৩৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যারা। বেপরোয়া গতির ছোবলে ঝরলো কিশোর প্রাণ — শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রোহানের মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুরে শিক্ষক কো-অপারেটিভ ‘কালব’ অফিসের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ চুয়াডাঙ্গায় ডিএনসির অভিযানে দেড়শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি আটক মনপুরায় অবৈধ স-মিলের দৌরাত্ম্য বেড়েই চলেছে, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা স্থানীয়দের নবীনগরে মাদকের আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত -১ গুলিবিদ্ধ – নীলফামারীতে পলিথিন বিরোধী অভিযান। ঝিনাইদহে সাইবার পুলিশের সাফল্য, শতাধিক মোবাইল ও প্রায় লাখ টাকা উদ্ধার বিশিষ্ট সমাজসেবক ও এসআইবিএল পরিচালক নার্গিস মান্নানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

কালীগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দাড়িপাল্লা প্রার্থী মাওলানা আবু তালিবের হাতে গাড়ির চাবি হস্তান্তর

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব ও নির্বাচনী পরিচালক মাওলানা ওলিউর রহমানের হাতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য একটি গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

গাড়ি হস্তান্তর করেন কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা শেখ শাহজালাল, উপদেষ্টা জিল্লুর রহমান ও শাহাবুদ্দীন সাদ্দাম, সভাপতি সুহিন হুসাইন, সাধারণ সম্পাদক আরিজ মিয়া, সদস্য আব্দুল জলিল ও সাদ্দাম হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনী মাঠে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুন্দরভাবে পরিচালিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই যানবাহন ব্যবহার করে মাঠ পর্যায়ে যোগাযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কালীগঞ্জ উন্নয়ন ফোরাম সবসময় সামাজিক কল্যাণ ও ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে। আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান। দোয়ায় দেশ, জাতি ও নির্বাচনী প্রচারণার সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা