সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান পল্লবী থানা এলাকায় টানা অভিযানে মাদক সাম্রাজ্যের পতন *লক্ষ্মীপুরে রুসুল গঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক উদ্যোগ* রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ নীলফামারীতে ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমিনুল হকের ঢাকা-১৪ আসনে ধানের শীষে ভোট চেয়ে যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বিশাল মিছিল ঝিনাইদহে সেনাবাহিনীর যৌথ অভিযান অস্ত্র উদ্ধার আটক ২ জন ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও পাঁচ বাংলাদেশি আটক করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের

আমিনুল হক: জনগণের ভোটে নির্বাচিত হলে শিক্ষা-স্বাস্থ্য সেবা বিনামূল্যে নিশ্চিত করা হবে

মিরপুর প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩ নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বল্প আয়ের মানুষরা যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারেন সেজন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, খেলাধুলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলা হবে।

সভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জবাবে আমিনুল হক আশ্বাস দেন, ঢাকা-১৬ আসনের ফুটপাত দখলমুক্ত করা হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হবে। এছাড়া মাদক বিষয়ে জিরো টলারেন্স নীতি, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

নাগরিক সুবিধা নিশ্চিতকরণে আমিনুল হক প্রতিশ্রুতি দেন -মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় আধুনিক উদ্যোগ নেওয়া হবে, পানির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করা হবে।

তিনি বলেন, আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই। এজন্য প্রতিদিনই আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করছি। সুস্থ জাতি ও মানবিক, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি মাহাফুজ হুসাইন খান সুমন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা