মোঃ বাবুল ময়মনসিংহ ব্যুরো প্রধান
সন্তানের মুখে চড়ের দাগ, আর আমার বুকজুড়ে জ্বলছে ক্ষোভ — ভুক্তভোগী মায়ের কান্নাজড়িত অভিযোগ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ও মানবতাবিরোধী ঘটনা। অস্ত্রোপচারের সময় এক রোগীকে চড় মারার অভিযোগ উঠেছে এক ওটি বয়–এর বিরুদ্ধে।
এই ঘটনায় ক্ষুব্ধ রোগীর মা মোছাঃ রোজিনা বেগম হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে অভিযোগের পরও এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া বা পদক্ষেপ মেলেনি।
হাসপাতালের ওটি রুমে অমানবিক আচরণ রোজিনা বেগম জানান, তার ছেলে মোঃ ফজলে রাব্বী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলে তাকে ওটি-তে নেওয়া হয়।
অপারেশনের প্রস্তুতির সময় ওটি বয় হাবিব নামের এক কর্মচারী তার হাতে একটি অস্পষ্ট স্লিপ দিয়ে বলেন কিছু সার্জিক্যাল সুতা আনতে হবে।
আমি চারটি সুতা এনে দিলে তিনি রূঢ়ভাবে বলেন, ‘আপনার ছেলে এখন কার হাতে জানেন — এমন ভয় দেখিয়ে আমাকে আরও চারটি সুতা আনতে বাধ্য করেন,
বলেন রোজিনা বেগম।
চড় মেরে অপমান — অপারেশন টেবিলেই রোগীর ওপর নির্যাতন
অস্ত্রোপচারের পর ফজলে রাব্বী জানান, ওটি’র ভেতরে এক ওটি বয় তাকে চড় মেরেছে।
রোগীর বর্ণনা শুনে তার মা বুঝতে পারেন— সেই ব্যক্তি আগেই তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।
আমি একজন অসহায় মা। আমার সন্তানের গায়ে হাত তোলা হয়েছে— এটা মেনে নেওয়া যায় না ,
বলেন তিনি কণ্ঠ ভারী করে।
আমি সুষ্ঠু তদন্ত ও দোষী ওটি বয়ের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি।
হাসপাতাল কর্তৃপক্ষ নীরব — ভুক্তভোগীর আহাজারি অব্যাহত
অভিযোগ দায়েরের পরও হাসপাতাল পরিচালকের অফিস থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
রোজিনা বেগম বলেন,
আমি বহুবার অফিসে গিয়েছি, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি। বরং সবাই চুপ আছে। আমি এখন বুঝতে পারছি, গরিবের বিচার এখানে হয় না।
সচেতন মহলের ক্ষোভ — ওটি’র মতো জায়গায় এমন আচরণ অনভিপ্রেত
ময়মনসিংহের সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলো বলছে, ওটি’র মতো স্পর্শকাতর ও সংবেদনশীল স্থানে এ ধরনের আচরণ অপেশাদার, অনৈতিক ও নিন্দনীয়।
চিকিৎসা মানের উন্নতির দাবি জানিয়ে তারা বলছেন,
রোগীর সঙ্গে এমন আচরণ শুধু হাসপাতালের ভাবমূর্তিই নষ্ট করে না, বরং চিকিৎসা ব্যবস্থার ওপর জনগণের আস্থা ধ্বংস করে দেয়।
দ্রুত ব্যবস্থা না নিলে প্রশ্ন উঠবে রোগীর নিরাপত্তা নিয়ে
স্বাস্থ্যসেবার মান ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন,
অপারেশন থিয়েটারের মতো জায়গায় রোগীর নিরাপত্তা নিশ্চিত করা প্রথম দায়িত্ব। এখানে যদি এমন ঘটতে পারে, তবে দেশের সাধারণ রোগী কীভাবে নিরাপদ থাকবে
একটি অসহায় মায়ের আর্তনাদ রোজিনা বেগম এখনো আশা করছেন— কোনো একদিন তার অভিযোগের ন্যায্য বিচার হবে।
আমি টাকা চাই না, ক্ষমা চাই না। শুধু চাই, যেন আর কোনো মা তার সন্তানের মুখে চড়ের দাগ না দেখে,
বললেন তিনি চোখের জল মুছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় রোগীকে চড় মারার অভিযোগে ওটি বয় হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর মা। কর্তৃপক্ষের নীরবতায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন মহল বলছে— দ্রুত ব্যবস্থা না নিলে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে।