মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কিশোরী মালিহা তাসনিম বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি-তে খুলনা বিভাগীয় অডিশনে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে।
লোকসংগীত বিভাগে সে ৯.৭৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত বাছাই পর্বে জায়গা পেয়েছে। এছাড়া রবীন্দ্র সংগীতে ৬.৫০ নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছে এই প্রতিশ্রুতিশীল ছাত্রী।
মালিহা ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পানির ট্যাংকি পাড়ার বাসিন্দা। তিনি হরিণাকুন্ডু উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিইও) হাসান মাসুদ ও ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক এর কন্যা।
বাংলাদেশ টেলিভিশনের আয়োজনের এই প্রতিযোগিতায় দেশের আট বিভাগের ৪০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে। বিভাগীয় পর্বে সেরা তিনে জায়গা করে নেওয়ায় মালিহা এখন জাতীয় পর্বে সেরা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে।
তার এই অর্জনে ঝিনাইদহবাসী গর্বিত। সবাই তার আগামী দিনের সাফল্যের জন্য শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।