রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ — শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা । বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি জাহাজ প্রায় ডুবে আছে। বন্দর চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দিল্লিতে সাংসদদের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০২ জন গ্রেফতার: ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ফরিদগঞ্জে বিএনপি’র গণসংযোগে জনস্রোত — ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে লায়ন হারুনুর রশিদ সাভারে বিইউপি শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠল শিক্ষার্থীরা

দিল্লিতে সাংসদদের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত সাংসদদের আবাসন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে বিডি মার্গে অবস্থিত এই বহুতল ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর আনন্দবাজার পত্রিকার। ফায়ার অফিসার ভূপেন্দ্র প্রকাশ জানান, দুপুর ১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার টেন্ডার রওনা দেয় এবং দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বেশি থাকায় আশপাশের ভবনগুলোকেও সতর্ক করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, আগুন লাগার আধ ঘণ্টা পরেও কোনো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়নি, যা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, এই বহুতলে রাজ্যসভার অনেক সাংসদের ফ্ল্যাট রয়েছে। এটি সংসদ ভবন থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবনটির উদ্বোধন করেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ভবনের একাধিক তলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কেউ গুরুতরভাবে আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এলেও ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা