সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনায়
রবিবার সন্ধ্যায় স্থানীয়রা এক গৃহবধূর মরা দেহ বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে হতভম্ব হয়ে যায়। মুহূর্তেই এলাকাবাসী ছরিয়ে পরে,এমন ঘটনা জেন বাংলার মাটিতে আর না হয়, কঠিন জর দাবি জানাচ্ছে।এবং কান্নায় শোকের ছায়া পরে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর হঠাৎ চিৎকার শুনে তাঁরা ছুটে যান ওই বাড়িতে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এলাকাবাসী বলেন খুনিদের দ্রুত আইনের আওতায় আনা হওক।এবং এই খুনের সাথে যারা জড়িত আছে,তাদের কে গ্রেফতারের দাবি জানাচ্ছে এলাকাবাসী।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় লোকজন কান্নায় ভেঙে পড়েনছেন।
প্রতিবেশীরাও জানান এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না।
পুলিশ বলেছে, ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে ঘটনার প্রকৃত সত্য ঘটনা,
আছাদনগরের মনের ভিররে একটায় ভয় এই খুন কি ভাবে হল এলাকাবাসীর একটায় প্রশ্নে।
আছাদনগরে গৃহবধূ আছাদনগর মধ্যপাড়ায় অহেদ আলী মিয়ার স্ত্রী পারুল বেগমকে নির্মমভাবে হত্যা করে, দুর্বৃত্তরা গ্রাম থেকে কৌশলে পালিয়ে জায়। স্থানীয়রা জানান, কিছুক্ষণ আগেও সব স্বাভাবিক ছিল, হঠাৎ চিৎকার শুনে তারা গিয়ে দেখেন গৃহবধূ রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছেন। এলাকাবাসী খবর দিয়ে পুলিশ আনে ঘটনাস্থলে, পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছে, এলকাবাসী।