শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ওসি সাজ্জাদ হোসেন রোমনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান টাঙ্গাইলের গোপালপুরে কৃষকনেতা হাতেম আলী খানের স্মরণ সভা অনুষ্ঠিত। ইসকন নিষিদ্ধের দাবিতে মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। গণঅভ্যুত্থানে অংশ নেয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে: এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের উপর আস্থা রাখুন: মহিলা সমাবেশে-সাইফুল ইসলাম ফিরোজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শহিদুল ইসলাম (সোহেল) নতুন রাজনৈতিক ছত্রছায়ায় পুরনো মুখ – গণতন্ত্রের চেতনায় শঙ্কা বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ হোসেন আলীমের ৩১দফা লিফলেট বিতরণ।

বিএনপি নেতাদের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে শ্রমিক দলের দোয়া মাহফিল

মোঃ শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের দ্রুত আরোগ্য কামনায় মোহাম্মদপুরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার ও সাবেক সদস্য সচিব হেমায়েত গাজীর সার্বিক সহযোগিতায় এবং ৩৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মনির ও বাদল শরীফের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর খান, সিরাজুল ইসলাম সিরাজ, ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহিন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ, বিল্লাল মাদ্রাজি, মোঃ সবুজ মামা, নুর আলম, আক্তার হোসেন ও মোঃ হানিফসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা নজরুল ইসলাম খান ও আনোয়ার হোসেনের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁরা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক। তাঁদের সুস্থতা জাতির জন্য এক অনুপ্রেরণা হবে। মাহফিলে উপস্থিত সবাই তাঁদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা