মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসী মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি রবি গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজয়নগরে যুবদল নেতা গ্রেফতার চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই প্রাইভেটকার থেকে প্রায় ১বব লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান আমিনুল হকের মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার বাংলাদেশের রাজনীতিতে আবারও অশুভ সংকেত? জানমালের নিরাপত্তা বিঘ্ন মাদারগঞ্জে সুখনগরী নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি কবি সংসদ বাংলাদেশের ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত ৩১ দফার বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে ………………………………. লায়ন মো. হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও স্কফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারি গ্রেফতার আখাউড়ায় পারিবারিক অশান্তির জেরে বিষপান করে গৃহবধূর মৃত্যু ধামইরহাট বরেন্দ্র প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন দুর্গম হারাঙ্গীপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা আখাউড়ায় নবাগত ইউএনও তাপসী রাবেয়ার সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা কুমিল্লায় ভিসা প্রতারণা মামলা আসামীরা সৈয়দপুরে শ্রমিক-ভ্যানচালক বিপাকে পরিবারের ভুক্তভোগীরা ঝিনাইদহে গনসংযোগে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাজপথে নামলেই ধোলাই করা হবে ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট দিয়ে ফলক ঢেকে দেওয়ার ঘটনায় সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ কক্সবাজার জেলায় উখিয়া সদর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১ দোকান পোড়ে গেছে অর্ধশতাধিক

ত্যাগ — খান সেলিম রহমানের হৃদয়ের আর্তি

ত্যাগ — খান সেলিম রহমানের হৃদয়ের আর্তি

(একজন কলমযোদ্ধার আত্মকথন)

আমি খান সেলিম রহমান —

সম্পাদক, কলমযোদ্ধা,

জাতীয় দৈনিক *মাতৃজগত* পত্রিকার প্রাণ,

আমি সেই নিঃস্ব পাথেয়,

যে নিভৃত আঁধারে ছড়িয়েছিল আলোর বাণী,

শুধু দেশের জন্য,

শুধু সাংবাদিকদের অধিকারের জন্য

রেখেছিলাম জীবনের সমস্ত প্রাপ্তিকে তুচ্ছ।

 

বন্ধু, ভাই, সহযোদ্ধা—

যাদের জন্য নিজেকে করেছিলাম উৎসর্গ,

আজ তারাই দাঁড়িয়েছে আমার বিপরীতে।

আজ তারাই আমার সর্বনাশের নেপথ্য কারিগর!

যাদের হাতে তুলে দিয়েছিলাম হৃদয়,

তারাই আজ ছুরি চালায় পিঠে।

 

আমি স্বপ্ন দেখেছিলাম—

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)

হবে নিপীড়িত কণ্ঠের নিরাপদ আশ্রয়।

একটি মঞ্চ—

যেখানে অন্যায়ের মুখে ছুড়ে দেওয়া হবে সত্যের বজ্রনিনাদ।

একটি পতাকা—

যা ওড়ে নির্যাতিত সাংবাদিকের রক্ত-মিশ্রিত বাতাসে।

 

তাদের জন্য দিয়েছি নিদ্রাহীন রাত,

অসহ্য ক্ষুধা, শত অপমান, গালি, হুমকি—

ভেবেছিলাম, হয়তো কোনো এক প্রান্তে দাঁড়িয়ে

পাবো সামান্য শ্রদ্ধা,

একটু কৃতজ্ঞতা!

 

কিন্তু আজ?

যাদের বুক চিরে দিয়েছি ভালোবাসা,

তারাই হাসছে আমার কান্নায়!

আমার জীবন নিয়ে খেলা করছে

তারা, যাদের গড়েছিলাম

ভালোবাসার হাত ধরে, স্বপ্নের ভিতরে।

 

পেছনে ফিরে দেখি—

আছে শুধু নীরবতা আর বিশ্বাসঘাতকতার ছায়া।

আমার আত্মত্যাগ এখন তুচ্ছ,

ভালোবাসা—এক নিঃসঙ্গ অভিশাপ!

 

আমার কলম আজও চলে—

তবে শব্দগুলো রক্তে ভেজা।

প্রতিটি বাক্যে শোনা যায় এক লাঞ্ছিত মনোরোদ,

প্রতিটি ছন্দে বাজে এক সাংবাদিকের নিঃসীম আর্তনাদ।

 

আমি সেলিম রহমান শুধুই প্রশ্ন করি—

এই ছিল কি ভালোবাসার মূল্য?

এই ছিল কি ত্যাগের প্রতিদান?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা