মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে লগি-বৈঠার তাণ্ডবে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে নিজস্ব অফিস মিলনায়তনে এ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সাবেক আমীর ড. মাওলানা মুজাম্মিল হক।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত।
তারা আরও বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না — ইনশাআল্লাহ ন্যায় ও ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক এবং পৌর গণমানুষের নেতা অধ্যাপক শরিফুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, দোড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, শরিফুর রহমান খান টিটো, মাহফুজুল হক মিন্টু প্রমুখ।
আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান।
এছাড়াও স্থানীয় জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।