স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ওপরের তলায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই গার্মেন্টসের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর রাত প্রায় ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যায়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্রে।