শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী উদযাপন ইসকন নিষিদ্ধের দাবিতে গলাচিপায় ইমাম পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কারাগারে ব্যাংক কর্মকর্তা তরুণ সমাজ রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই- সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে তজুমদ্দিনে বিএনপির কেন্দ্র কমিটি গঠন তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে গণসংযোগে আবু বকর সিদ্দিক ময়মনসিংহ মেডিকেলে অপারেশনের সময় রোগীকে চড় — ওটি বয়ের বিরুদ্ধে অভিযোগ ফ্যাসিষ্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের গোলারটেক মাঠে দারুসসালাম থানার অবৈধ ডাম্পিং, সন্ধ্যায় মাদকের আঁকড়া পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুন্দরগঞ্জে হোমিও ডাক্তার এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সিনিয়র স্টাফ রিপোটার, মোঃ আতাউর রহমান মুকুল:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশন-এর উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫ ইং) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ কলেজ মোড়ে অবস্থিত ডাঃ এস. এম. মঞ্জুরুল আলম সাহেবের চেম্বারে অনুষ্ঠিত হয়েছে এক ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা ক্যাম্প।
ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ জনগণ বিনামূল্যে চিকিৎসা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পান সম্পূর্ণ বিনামূল্যে।
এসময় বিপুল সংখ্যক নারী-পুরুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবসেবামূলক মিলনমেলায়।
চিকিৎসা সেবায় অংশ নেন —
উপজেলা হোমিওপ্যাথি ডাক্তার এসোসিয়েশনের সভাপতি ডা. এস. এম. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল, এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. বিনোদ বিহারী দাস, ডা. মোঃ আফছার আলী তোতা, ডা. মোঃ আনোয়ারুল কামাল, ডা. মোঃ সাদেকুল ইসলাম, ডা. মোঃ সুরুজ্জামান রাঙ্গা, ডা. মনিন্দ্র চন্দ্র সরকার, ডা. মোঃ খালেকুজ্জামান সরকার, ডা. তহমিনা আকতার, ডা. নিলুফা হামিদ মুন্নি, প্র্যাক. পতিত পবন শর্মা, প্র্যাক. উজ্জ্বল চন্দ্র দেবনাথ, ডা. আঃ কুদ্দুস সরকার, প্র্যাক. মোঃ মাসুম অর রশিদ, প্র্যাক. মাহবুবুর আলম, ডা. মোঃ সবুজ মিয়া, ও প্র্যাক. মোঃ রাকিব হোসেন প্রমুখ।
চিকিৎসকবৃন্দ জানান, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। হোমিওপ্যাথি চিকিৎসা সহজলভ্য ও কার্যকর হওয়ায় এটি এখন গ্রামীণ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
তার আরও বলেন, সমাজে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত চিকিৎসকের দায়িত্ব। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয় এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ফ্রী চিকিৎসা কার্যক্রম আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল।
শেষে আয়োজকরা সমাজে স্বাস্থ্যসচেতনতা ও মানবসেবার অঙ্গীকার নিয়ে এ কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা