এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। নিহতের নাম মিলন হোসেন (৩০)। তিনি দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল মালিথার ছেলে।
কারা সূত্রে জানা গেছে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিলন। তাৎক্ষণিকভাবে তাকে কারা পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।