সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়ন আজ বিকাল ৩ টা সময়ে
জাতীয়তাবাদী দল বিএনপি আইয়ুবপুর ইউনিয়ন শাখা’র
১, ২ ও ৩ নং ওয়ার্ডে
সদস্য নবায়ন ও
নতুন সদস্য সংগ্রহ কর্মসূচীর অনুষ্ঠানে, ইমাম মেহেদী হাসান ও শাহ আজিজ শাওন এর সঞ্চালনায়,
মো: মোমেন সিকদার এর সভাপতিত্বে
প্রদান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, খালেদা জিয়ার আইনজীবী,
এডভোকেট জিয়াউদ্দিন জিয়া।
সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি,জিয়া পরিবারের বিস্তত আইনজীবী, খালেদা জিয়ার আইন জীবী তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয়
নির্বাচন তাই সবার কাছে ভাল সুন্দর আচরন করতে হবে, আর এখনও দল থেকে বিএনপির দলিয় প্রতিক কাউকে চুড়ান্ত করে নাই, যারা গুজব ছরিয়েছে তারা কখনও সামনে আসতে পারবে না, বাঞ্ছারামপুর মাটি বিএনপি ঘাটি এখানে বিএনপির দলিয় প্রতিক নিয়ে যাকে চুড়ান্ত করা হবে তাকে আমরা সবাই মিলেমিশে কাজ করব। এ সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন
ম.ম ইলিয়াছ
সাবেক সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি,
ভিপি দেওয়ান নাজমুল হুদা সদস্য ব্রাক্ষনবাড়িয়া জেলা বিএনপি,
ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা বি এনপি,
ভিপি মজিবুর রহমান মজিব সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল,
মো: কবির হোসেন
সাবেক ছাত্র বিষয়ক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি,
আবুল খায়ের
সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা জাসাস,
সফিকুল ইসলাম
সাবেক আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলার উলামা দল,
সাবেক সদস্য, বাঞ্ছারামপুর উপজেলা যুবদল।
মোঃ মনির হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী অত্র ইউনিয়ন।
ওমর ফারুক
আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলার সেচ্ছাসেবক দল,
আওলাদ হোসেন মোল্লা সদস্য সচিব বাঞ্ছারামপুর উপজেলার সেচ্ছাসেবক দল,
ইমান আলী ইব্রাহীমর সরকার আহ্বায়ক বাঞ্ছারামপুর পৌর যুবদল, মনিরুল হাসান আব্দুল্লাহ
সাবেক যুগ্ম আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল। মো: মনির হোসেন,বাঞ্ছারামপুর উপজেলা সহিদ জিয়া পরিষদের সহ সভাপতি, মিজান আয়ূবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো মনির,শাহিন, রবিন ও আহাদুর রহমান আদি প্রমুখ।
আয়োজনে ছিলেন বাঁশগাড়ি বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন।
উল্ল্যখ ইউনিয়নের ১, ২,৩ নং ওয়ার্ডের সকল অংগসংগঠনের নেতাদেরকে আজ নতুন সদস্য ও নবায়ন করা চলমান থাকবে। দশানি ও বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কানায় কানায় ভরে যায় বিএনপির নেতাদের ছিল ভির।