-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পুনর্মিলনী-২০২৫ উদযাপন অনুষ্ঠানটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার ২৪ অক্টোবর টাঙ্গাইলের আদালত পাড়ার শ্রীশ্রী কালিবাড়ী (বড় কালিবাড়ী) মন্দির প্রাঙ্গনে পুনর্মিলনী-২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অমল ব্যানার্জী।
এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি বাবু শ্যামল হোড়।
পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ এ টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের ১২টি উপজেলা থেকে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতির মধ্য থেকে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীর চন্দ্র চন্দ,যুগ্ম আহবায়ক প্রভাষ চক্রবর্তী,যুগ্ম আহবায়ক শুভঙ্কর পাল লিটন,যুগ্ম আহবায়ক কার্তিক চন্দ্র ভৌমিক,যুগ্ম আহবায়ক প্রস্ফল চন্দ্র চন্দ,যুগ্ম আহবায়ক এডভোকেট আনন্দ সরকার,
যুগ্ম আহবায়ক ডা: সুবীর গুহ,যুগ্ম আহবায়ক উত্তম কুমার পোদ্দার,যুগ্ম আহবায়ক প্রবাল ভট্টাচার্য মানিক,যুগ্ম আহবায়ক উত্তম সাহা,
গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অভিজিৎ দে নিন্টু,সদস্য সচিব প্রলয় কুমার কুন্ডু, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ চক্রবর্তী,যুগ্ম আহবায়ক গনেশ চন্দ্র পাল,যুগ্ম আহবায়ক দিলিপ কুমার দাস, যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ সাহা,সতেজ ভট্টাচার্য, বাঁধন সাহা, বাপ্পী,ঘাটাইল উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অরুণ জ্যোতি সান্যাল বাপ্পী, ভুঞাপুর উপজেলা পূজা উৎযাপন ফ্রন্টের আহবায়ক তারাপদ বসাক,টাঙ্গাইল সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উজ্জ্বল ধর,ধনবাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উৎপল বসাক,টাঙ্গাইল পৌর পূজা উদযাপন ফ্রন্টের প্রভাত কুমার ধর,কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক প্রদীপ ব্যানার্জী নীরু,দেলদুয়ার উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক রঘুনাথ বসাক, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক তারাপদ সরকার,সখিপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক উত্তম কুমার সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় ট্রাস্টি বাবু শ্যামল হোড় বলেন : ” সকল ভেদাভেদ ভুলে টাঙ্গাইল জেলার সকল সনাতনীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার যে কোনো এলাকায় যদি হিন্দু ধর্মাবলম্বীদের উপর অন্যায়ভাবে কোনো অত্যাচার,জুলুম,ও নির্যাতন করা হয় তবে তাৎক্ষণিকভাবে আমি এর প্রতিবাদ করবো। পাশাপাশি তাদেরকে আইনগত সহায়তা প্রদানে আমার যেখানে যেখানে যাওয়া দরকার আমি সেই সব জায়গায় নিজে যাবো। আপনারা সকলের সাথে মিলেমিশে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাকে ফোনে জানাবেন। আমি আপনাদের পাশে সব সময় আছি।”
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক
বাবু অমল ব্যানার্জী বলেন : ” আমরা খুব অল্প দিনের মধ্যেই টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় গিয়ে মিটিং করে আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো শুনে সেই সব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সকল সদস্যদের সাথে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নিরবচ্ছিন্ন যোগাযোগ থাকবে। যাতে সকলেই যে কোনো প্রয়োজনে একে অপরের পাশে থাকতে পারি। ”
সকলের জন্য প্রসাদ বিতরণ শেষে সকলকেই শুভকামনা জানিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।