মোঃ বাবুল ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় প্রশংসনীয় মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) শম্ভুগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী লালকুঠি পাক দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা প্রদান করা হয়।
সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলা এ সেবামূলক কর্মসূচিতে শম্ভুগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। ভিড় ও আগ্রহ দেখে এলাকাজুড়ে এক মানবিক মিলনমেলায় পরিণত হয় কর্মসূচির স্থান।
মুর্শিদের বরকত আল্লামা শাহ্ সূফি খাজা ছাইফুদ্দীন (রহ.) মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে এবং ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ধোপাখোলা, ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় এই ফ্রি আই ক্যাম্প সফলভাবে বাস্তবায়িত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগী বাছাই করা হয়। পাশাপাশি চোখ লাল হওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, ঝাপসা দেখা, চুলকানি, চোখের নালীজনিত জটিলতা এবং রাতকানা রোগের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল রেফার করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্তমান আল্লামা শাহ্ সূফি খাজা গদি নিশি সোজাউদ্দুল্লাহ সোজা হুজুর পীর কেবলা জান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই প্রকৃত ইবাদত। দরিদ্র মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় মানবিক কাজ আর হতে পারে না।
এ সময় উপস্থিত ছিলেন মুরিদদের দরদি আল্লামা শাহ্ সূফি খাজা মোঃআলাউল হক অলি পীর কেবলা জান হুজুর পাক, ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক দল, স্বেচ্ছাসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অস্বচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা, অন্ধত্ব প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন বিনামূল্যের চিকিৎসা সেবা দরিদ্র মানুষের জন্য এক বিরাট আশীর্বাদ।