মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আসাদউজ্জামান। তিনি সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
নবাগত ওসি মোঃ আসাদউজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। কোটচাঁদপুরবাসীর পাশে থেকে দায়িত্ব পালন করতে চাই।”
এদিকে নতুন ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে অপরাধ দমন কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং পুলিশি সেবার মান বৃদ্ধি পাবে।