প্রতিনিধি তালতলী
এইচ এম রবিউল ইসলাম
বরগুনার তালতলী উপজেলার লালুপাড়া গ্রামের আবু কালাম ২০০৪ সাল থেকে হৃদরোগে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন—অতি দ্রুত চিকিৎসা না করালে তার জীবন ঝুঁকিতে।
আবু কালাম কষ্টভরা কণ্ঠে বলেন,
“বাবা নাই, মা মানুষের কাছে চেয়ে খায়। এখন চিকিৎসার টাকাও জোটে না, আমার প্রাণটা ভিক্ষা দেন।”
তার স্ত্রী বলেন, “আমি নিজেও প্রতিবন্ধী, তবু সে আমাকে বিয়ে করেছে। এখন আমিও কিছু করতে পারছি না।”
স্থানীয় মেম্বার রাজু আহমেদ রিয়াজ জানান,
“আমরা যা পারছি সাহায্য করছি, কিন্তু তার বড় চিকিৎসার জন্য আরও অনেক অর্থ প্রয়োজন। সবাই এগিয়ে আসুন।”
প্রতিবেশীরাও আহ্বান জানাচ্ছেন—“আবু কালামকে বাঁচাতে পাশে দাঁড়ান।”সহয়তা পাঠাতে ০১৩২ ৩০ ১৮২২০