মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আগামী ৫ আগস্ট সুন্দরগঞ্জ উপজেলা এবং ৬ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে শোক ও বিজয়ের মাস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ সভায় সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুর হাসান প্রামাণিক সভা সঞ্চালনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা তাতীদলের আহ্বায়ক মো. রতন মিয়া, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব মো. হামিদুল ইসলাম, মৎস্য দলের সাধারণ সম্পাদক মো. মোসাদেক হোসেন বিশ্ব, শ্রমিক দলের সভাপতি মো. দোলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মতিয়ার রহমান, যুব দলের আহ্বায়ক আব্দুল রহমান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহাফুজার রহমান লেলিনসহ ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহ্বায়ক বাবুল আহমেদ বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা সাংগঠনিকভাবে কোণঠাসা ছিলাম। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের কারণে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর এবং ১৫টি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার।”
সভায় ৫ আগস্টের ‘বিজয় মিছিল’ সফল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।