এস এম জসিম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশে আরফিন নগর বায়েজিদস্থ মিনহাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ ডিসেম্বর, শুক্রবার মিনহাজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের মতো নেত্রীর জীবন দেশ ও জাতির জন্য অকল্পনীয় অবদান রেখেছে। তার দ্রুত আরোগ্য কামনায় আজকের এ উদ্যোগ আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।নবেগম খালেদা জিয়া বর্তমানে শারীরিকভাবে গুরুতর অসুস্থ। আমরা সবাই মিলে তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করছি।”
বক্তারা আরও বলেন, মানবিকতার অংশ হিসেবে এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং দেশনেত্রীর রোগমুক্তি কামনায় দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম তানভীর এবং ডাঃ মোঃ মেহেদী হাসান আবু রায়হান চৌধুরী, সারোয়ার জামান বাপ্পি, সাকিব বীন শফি, বেল্লাল হোসেন সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রমূখ