কাজিম উদ্দিন ভূঁইয়া (গাজীপুর) শ্রীপুর প্রতিনিধি ;গাজীপুরের শ্রীপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫০% বাড়িভাড়া, শতভাগ বেতন-ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতাসহ সব ধরনের ন্যায্য সুবিধা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেও সরকারি সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষকগাজীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর আব্দুল বারী এবং সঞ্চালনা করেন ফেডারেশনের সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলার সহ-সভাপতি মোকলেসুর রহমান, ড. আসাদুল্লাহ্, শ্রীপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,কাপাসিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ মোল্লা, সদর উপজেলার সভাপতি মাস্টার হাবিবুর রহমান, কালিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা কলেজ শাখার সভাপতি ডক্টর হারুনুর রশিদ,সহ আরো অনেকেই।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান, যেন শিক্ষকরা যথাযথ মর্যাদা ও ন্যায্য সুবিধা নিয়ে শিক্ষা কার্যক্রমে মনোযোগ দিতে পারেন।সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষকরা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে থানার মোড়ে এসে মিছিলটি শেষ করেন।