কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুরে সোমবার প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫”। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন শাহজাদপুরের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তাঁর নেতৃত্বে দিবসটি পরিণত হয় এক প্রাণবন্ত জনসচেতনতা উৎসবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, সমাজসেবা অফিসার মকবুল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহ আল আমিন, সমবায় অফিসার রবিউল রানা এবং উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রিপন মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন,
“হাত ধোয়া হয়তো একটি সাধারণ অভ্যাস, কিন্তু এটি আমাদের জীবন রক্ষার সবচেয়ে কার্যকর অস্ত্র। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়া শুধু নিজের নয়, পুরো সমাজের সুরক্ষার প্রতীক।”
তিনি আরও বলেন,
“বিশ্ব হাত ধোয়া দিবস কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতার অঙ্গীকার। পরিচ্ছন্নতা থেকেই শুরু হয় সুস্থতার পথ।”
র্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা ও জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনগণ উৎসাহভরে অংশগ্রহণ করেন।
শাহজাদপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ জনস্বাস্থ্য রক্ষায় এক প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।