এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রূপনগর, ৯ ডিসেম্বর ২০২৫:
অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ স্যারের তীক্ষ্ণ নেতৃত্বে রূপনগর থানা আজ আবার প্রমাণ করে দিল যে আইনশৃঙ্খলা বিসর্জন নয় — এটি রক্ষা করা হয় কঠোর দায়িত্ববোধে। এক ঝটকায় অনুষ্ঠিত স্পেশাল অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে সাতজনকে গ্রেফতার করে সুশৃঙ্খলতা পুনঃপ্রতিষ্ঠার বার্তা দিলেন ওসি মাসুদ।
একজন সাহসী কাজ করছেন ওসি সিদ্ধান্ত দ্রুত, বাস্তবায়ন নির্ভুল। অভিযানের সময় মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ওসি মাসুদের সূক্ষ্ম পরিকল্পনা ও তৎপরতার ফলে সন্দেহভাজনরা আটক হওয়া মাত্র পুলিশের নিটোল রুটিনে চলে এসেছে। গ্রেফতারকৃতদের তালিকায় নামগুলো — মোঃ জোনায়েত হোসেন, মোঃ রবিউল ইসলাম (২২), সৌরভ (২২), টিপু সুলতান (৩৫), নিরঞ্জন বর্মন (২৩), মোঃ আরিফুল ইসলাম (১৯) ও মোঃ সবুর (২৭) — এখন ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশের আওতায় মিরপুরের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ হয়েছেন।
রূপনগরের সাধারণ জনগণ উৎসাহিত ওসি সাহেবের কার্যক্রমে আমাদের এলাকায় নিরাপত্তা বেড়েছে, রাতের ঘুম শান্ত হল,” এমনটাই দাবি করছেন স্থানীয়রা।
ওসি মাসুদের এই তৎপরতা কি শুধু একদিনের কীর্তি? না — তিনি প্রত্যয়ী যে, রূপনগরকে অপরাধমুক্ত রাখতে ধারাবাহিকভাবে কঠোরতাই অবলম্বন করবেন। অপরাধী সনাক্ত থেকে গ্রেপ্তার ও দ্রুত আইনানুগ প্রক্রিয়া— সবকিছুতেই তিনি দেখিয়েছেন পেশাদারিত্ব আর সাহস।
শেষকথা রূপনগরের মানুষ আজ স্বস্তিতে; কারণ তাদের পক্ষে দাঁড়িয়ে আছেন এমন এক কর্তব্যপরায়ণ ওসি, যাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা এখন শুধু কথা নয়, কাজের ফল। মনজুরুল হাসান মাসুদ স্যার রূপনগরের মানুষের গর্ব, অপরাধীদের ভয়
নোট: মামলা ও তদন্ত প্রক্রিয়া চলছে; আইননুগ অন্যান্য পরবর্তী আপডেট প্রকাশ করা হবে।)