মো:রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি
যশোরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকায় এবার কালীপূজা ঘিরে সাজানো হয়েছে এক অনন্য আয়োজন।
পুরো পুকুরপাড়জুড়ে রঙিন আলোকসজ্জার ঝলকানি, চারপাশে লাইটের নাচন দেখতে যেন এক স্বপ্নলোক।
আলোকসজ্জা
শ্রীধর পুকুরপাড়ে এবারের পূজা মণ্ডপের মূল আকর্ষণ হলো একটি বিশাল শিবমন্দির, যার উচ্চতা ৪০ ফুট। ভারতের ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত ১১২ মিটার উচ্চতার শিবমন্দিরের আদলে নির্মিত এই মন্দিরকে ‘আদিযুগীয় মন্দির’ থিমে তৈরি করা হয়েছে। শুধু একটি পূজামণ্ডপ নয়, এটি যেন এক শিল্পকর্মের দৃষ্টিনন্দন রূপ।
রোববার দুপুরে ছবিটি তোলা
প্রায় এক মাসের নিরলস পরিশ্রমে এই মন্দির নির্মাণ করছেন তিনজন দক্ষ কারুশিল্পী। তাদের মধ্যে রয়েছেন ভারতের চারুকলা থেকে আগত শিল্পী খৈয়ান মণ্ডল, ঢাকা চারুকলার চঞ্চল অধিকারী এবং খুলনা চারুকলার গোপি সাহা।
শিল্পী খৈয়ান মণ্ডল বলেন, শিবমূর্তির চুল, চোখ, নাক ও মুখ নির্মাণই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। মাপ ও পরিমাপে নির্ভুলতা বজায় রাখতে আমরা আন্তর্জাতিক মান অনুসরণ করেছি। এক যুগেরও বেশি সময় ধরে এই ধরনের ধর্মীয় ও শিল্পকর্মের সঙ্গে যুক্ত আছি, আর এবার চেয়েছি শিবের অর্ধচন্দ্র অবস্থার সৌন্দর্য ফুটিয়ে তুলতে।
শ্রীধর পুকুরপাড় পূজা কমিটির সাধারণ সম্পাদক অপু সাহা জানান, “ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এই শিবমন্দির দেখতে ভিড় করছেন। প্রতি বছরই আমরা কিছু ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করি, তবে এবারের থিমটি যশোরবাসীসহ দেশজুড়ে সাড়া ফেলবে বলে আশা করছি। তিনি আরও বলেন, রঙিন আলো।
ভারতের ব্যাঙ্গালোরের বিশ্ববিখ্যাত ১১২ মিটার উচ্চতার শিবমন্দির
শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত বেজপাড়া শ্রীধর পুকুরপাড় আজ এক শিল্পময় আধ্যাত্মিক আবেশে মোড়া হবে।