নিউজ প্রতিবেদন
যশোরের রাজারহাট মোড়ে পূর্ব শত্রুতার জেরে শহীদ হোসেন নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এসময় তাকে হত্যা করার চেষ্টা চালায়। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানার রামনগর রাজারহাট মোড়ে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহত শহীদ হোসেন রাজারহাট মোড় এলাকার নুর ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শহীদ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে রাজারহাট ধোপা পাড়ার শওকতের ছেলে ইসরাফিলসহ ৫/৬জন শহীদের উপর হামলা চালায়। তারা ধারালো চাকু দিয়ে শহীদের পেট, কোমর ও পিঠে চার জায়গায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা শহীদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, শহীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী বাবুল বলেন, পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।